হাত-পা বাঁধা ব্র্যাক কর্মী উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে ব্র্যাকের এরিয়া কার্যালয়ের আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক কর্মীকে উদ্ধার করা ...
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল কক্সবাজারে মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে স্যাম্পল পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
একইদিন মোট ৪১ জনের স্যাম্পল টেস্টে বাকী ৪০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। গত ১৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৯১ জনের শরীরের স্যাম্পল টেস্টে এই প্রথম একজনের রিপোর্ট করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। পজেটিভ পাওয়া রোগী একজন পুরুষ। বাকী পরিচয় অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিধিনিষেধের কারণে জানাতে অপারগতা প্রকাশ করেন।
পাঠকের মতামত