প্রকাশিত: ০৪/০২/২০১৭ ১০:৩৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::

পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দুটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সুগন্ধা পয়েন্টে টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টুরিস্ট পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি, ঢাকার বেসরকারি প্রতিষ্ঠান স্পিড কমিউনিকেশনের প্রধান নির্বাহী সিপন তালুকদার ও সাংবাদিক ওমর ফারুক। পর্যবেক্ষণ টাওয়ার দুটি নির্মাণে টুরিস্ট পুলিশকে সহযোগিতা করেছে স্পিড কমিউনিকেশন।
সুগন্ধা ও কলাতলী পয়েন্টে নির্মিত টাওয়ার দুটি থেকে সৈকত পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া টাওয়ার দুটিতে লকারের ব্যবস্থা রাখা হয়েছে। দুটি টাওয়ারে ২৫টি করে ৫০টি লকার আছে। সেখানে পর্যটকেরা তাঁদের মূল্যবান জিনিসপত্র রেখে নিশ্চিতে সৈকতে ভ্রমণ করতে পারবেন। প্রতি ঘণ্টা লকারের ভাড়া ৫০ টাকা।
রায়হান কাজেমি বলেন, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪০টি ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা বসানো হবে। ওই ক্যামেরাগুলোও পর্যবেক্ষণ টাওয়ার থেকে নিয়ন্ত্রণ করা হবে।
ফজলে রাব্বি বলেন, কোনো সমস্যায় পড়লে এখন থেকে পর্যটকেরা পর্যবেক্ষণ টাওয়ারে এসেই অভিযোগ করতে পারবেন।

পাঠকের মতামত

ইউএনএইচসিআর ’এর প্রতিবেদনবাংলাদেশে নতুন অনুপ্রবেশকারি রোহিঙ্গা দেড় লাখের বেশি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার ফলে ২০২৩ সালের ...

ব্র্যাক আয়োজিত সংলাপে নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে ৫ দফা সুপারিশ

সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক’ কর্ম ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। সম্প্রতি ব্র্যাকের ...

বিমানে কক্সবাজার থেকে ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবা আনছিলেন মা-মেয়ে

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ...