
কক্সবাজার শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসন। এসময় ১০ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বাহারছড়া বাজার, বড় বাজার, টেকপাড়া চাউল বাজার , খুরুশকুলে এ অভিযান চালানো হয়।
অভিযানে নূর হোসেন মাংস বিতান- ৫,০০০, আনোয়ারুল মাংস বিতান- – ৫,০০০, আল মদিনা স্টোর – ৩,০০০, আলাহর দান ফল বিতান – ২,০০০, সাকী এণ্টারপ্রাইজ – ৩,০০০, মেসার্স সোহেল এণ্টারপ্রাইজ – ২,০০০, বন্ধন মাংস বিতান- – ৫,০০০, মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম – ২,০০০, বদিউল আলম মাংস বিতাব- ২,০০০, মেসার্স আমিন স্টোর – ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন ও আনসার বাহিনীসহ সরকারী কর্মকর্তারা। সুত্র: সিবিএন
পাঠকের মতামত