প্রকাশিত: ০৫/০৫/২০২০ ৪:১৯ পিএম

কক্সবাজার শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসন। এসময় ১০ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বাহারছড়া বাজার, বড় বাজার, টেকপাড়া চাউল বাজার , খুরুশকুলে এ অভিযান চালানো হয়।

অভিযানে নূর হোসেন মাংস বিতান- ৫,০০০, আনোয়ারুল মাংস বিতান- – ৫,০০০, আল মদিনা স্টোর – ৩,০০০, আলাহর দান ফল বিতান – ২,০০০, সাকী এণ্টারপ্রাইজ – ৩,০০০, মেসার্স সোহেল এণ্টারপ্রাইজ – ২,০০০, বন্ধন মাংস বিতান- – ৫,০০০, মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম – ২,০০০, বদিউল আলম মাংস বিতাব- ২,০০০, মেসার্স আমিন স্টোর – ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন ও আনসার বাহিনীসহ সরকারী কর্মকর্তারা। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের ...