ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৫ ৮:১১ এএম

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে বাকলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।


শনিবার(১০ মে) রাত সাড়ে দশটায় বাকলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে একটি টিম বহদ্দারহাটের বাড়াই পাড়ায় অবস্থিত ইয়াকুব ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করে।
নগরীর বাকলিয়া থানার জোড়া খুনের মামলার আসামি তামন্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের মত তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। দীর্ঘিদন থেকে পুলিশ তাকে গেপ্তারে অভিযান চালাচ্ছে।


বাকলিয়া থানার অফিসার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, সাজ্জাদের স্ত্রী তামান্নাকে তার খালাতো বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাত্র থানায় নিয়ে আসা হয়েছে। জোড়া খুনের মামলায় তাকে আজ আদালতে পাঠানো হবে।


উল্লেখ্য, চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় গত ৩০ মার্চ একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুই আরোহী নিহত হন। ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বে জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।


এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমল থেকে গত ১৫ মার্চ রাতে সাজ্জাদকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তার স্ত্রী তামান্নার ফেসবুক লাইভে এসে দেয়া একটি বক্তব্য ভাইরাল হয়।


ভিডিওতে তিনি বলেন, ‘কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো।’ ওই ভিডিওতে প্রতিপক্ষ গ্রুপকে হুমকি দিয়ে তামান্না বলেন, ‘খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...