ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৫ ৮:১১ এএম

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে বাকলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।


শনিবার(১০ মে) রাত সাড়ে দশটায় বাকলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে একটি টিম বহদ্দারহাটের বাড়াই পাড়ায় অবস্থিত ইয়াকুব ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করে।
নগরীর বাকলিয়া থানার জোড়া খুনের মামলার আসামি তামন্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের মত তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। দীর্ঘিদন থেকে পুলিশ তাকে গেপ্তারে অভিযান চালাচ্ছে।


বাকলিয়া থানার অফিসার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, সাজ্জাদের স্ত্রী তামান্নাকে তার খালাতো বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাত্র থানায় নিয়ে আসা হয়েছে। জোড়া খুনের মামলায় তাকে আজ আদালতে পাঠানো হবে।


উল্লেখ্য, চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় গত ৩০ মার্চ একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুই আরোহী নিহত হন। ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বে জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।


এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমল থেকে গত ১৫ মার্চ রাতে সাজ্জাদকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তার স্ত্রী তামান্নার ফেসবুক লাইভে এসে দেয়া একটি বক্তব্য ভাইরাল হয়।


ভিডিওতে তিনি বলেন, ‘কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো।’ ওই ভিডিওতে প্রতিপক্ষ গ্রুপকে হুমকি দিয়ে তামান্না বলেন, ‘খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মিচার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন সাবেক জামায়াত নেতা শাহ জালাল চৌধুরি

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ...

উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী উৎসব

কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ” জাঁকজম ভাবে এলবিই ...