প্রকাশিত: ০২/০৭/২০২০ ৭:১০ এএম

গত ০১ জুলাই ২০২০ইং কক্সবাজার টুডে ডটকম ও নাম সর্বস্ব কিছু অনলাইন নিউজ পোর্টালে “উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে অমানুষিক নির্যাতন ও ধর্ষন চেষ্টার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি অামার দৃষ্টিগোচর হয়েছে।

মুলত অামি একজন প্রতিষ্টিত ব্যবসায়ী হিজলিয়ায় অামার কিটনাশক ও খুচরা সার ডিলারের দোকান রয়েছে। গত এক সপ্তাহ ধরে অামি বাড়ির নির্মাণ কাজের জন্য কিছু বালি স্তুপ করে রাখি। তৎমধ্যে গত ২৮ জুন অামার বাড়ির পার্শ্ববর্তী ভাতিজা রুমু অালম ও তার স্ত্রী কাজল অাক্তার কাউকে কিছু না জানিয়ে অামার স্তুপকৃত বালিগুলো নিয়ে যাচ্ছিল এমতাবস্থায় অামার স্ত্রী অাম্বিয়া খাতুন ও ছেলে মোস্তফা বালি নিতে বাঁধা দেওয়ায় মৃত-অাব্দুল হাকিমের পুত্র রুমু অালম(৩৫) ও তার স্ত্রী কাজল অাক্তার(২৫), ঠান্ডামিয়ার পুত্র শাহজাহান(৪৫),তারেক(৩০), অাবুল কাশেমের স্ত্রী সাবেকুন্নাহার(৩৮) দা,লাঠি,বল্লাম নিয়ে এসে মোস্তফাক ও অামার স্ত্রীকে বেদড়ক মারধর করতে থাকে। ততক্ষণে অাশেপাশের লোকজন এগিয়ে অাসলে এক পর্যায়ে অামার স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের হার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিষয়টি ততক্ষণাৎ উখিয়া থানায় অবহিত করি। হামলাকারীরা নিজেরাই অামার স্ত্রী ও সন্তানকে মেরে রক্তাক্ত করে নাটক সাজিয়ে উল্টো অামাদের নামে সাংবাদিক ভাইদের দিয়ে মিথ্যা সংবাদ ছাপিয়েছে যার বিন্দু মাত্র সত্যতা নেই। রুমু অালম গংরা ইয়াবা ব্যবসার টাকায় এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে অাসছে। রুমু অালম গংরা দীর্ঘদিন ধরে অামার বসতবাড়ির জায়গা দখলের পায়তারা চালিয়ে অাসছিল। ইতিপূর্বে অামার বসতভিটায় অবৈধভাবে অনুপ্রবেশ করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার বনজ ও ফলজ গাছ কেটে ফেলে। যা এলাকার সবাই দেখেছে। তখন থেকে রুমু অালম গং অামার ও অামার পরিবারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এলাকায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। যা সরজমিনে বাড়ির অাশেপাশে লোকমারফতে তদন্ত করলে জানা যাবে। তাই এহেন মিথ্যা সংবাদে প্রশাসন ও সংশ্লিষ্টদের বিচলিত না হওয়ার পাশাপাশি সাংবাদিক ভাইদের সংবাদ প্রকাশে নিরপেক্ষ থাকার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী::
নাম-অাবু বক্কর ছিদ্দিক
পিতা-মোঃ হোছাইন
সাং-তুতুরবিল,পূর্ব কালকাচা পাড়া,রাজাপালং
উখিয়া-কক্সবাজার।

পাঠকের মতামত

খুনিদের শাস্তির দাবিতে ফুঁসে উঠলো জনতা উখিয়ায় নিহত কামাল মেম্বারের জানাজায় শোকাহত মুসল্লির ঢল

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেন ...

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনীম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ...