
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারী কলেজ টিউটোরিয়াল কেন্দ্রের বাউবি এইচএসসি ব্যাচ ২০১৭ এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০১৯ সম্পন্ন হয়েছে। গত ৮ মার্চ কলেজ মিলনায়তনে শিক্ষার্থী সোহেল এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ,সহকারী অধ্যাপক মোহাম্মদ কাসেম,প্রভাষক ওবাইদুল হক, বদরখালী কলেজের প্রভাষক জাহেদুল হাসান, শাহাব উদ্দিন, কক্সবাজার কমার্স কলেজের প্রভাষক শফি উল্লাহ।
অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বিধায়ী শুভেচ্ছা জানান। প্রথম অধিবেশনে অতিথিদের বক্তব্য শেষে জুমার নামাযের পর দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
ওই বিদায়ী অনুষ্ঠান আয়োজনের সফলতার পিছনে যে’কজন শিক্ষার্থী সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা হলেন- সোহেল, আবদুল্লাহ, মাহফুজ, আরিফ এবং আফরিন সুলতানা সুমি।
আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর এবং সুশৃঙ্খল উপস্থিতি অথিতিদের সকলের নজর কেড়েছে। অনুষ্ঠান সুন্দর এবং সফল ভাবে সমাপ্ত করতে পারায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করেছেন আয়োজকেরা।
পাঠকের মতামত