প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৪:৩৩ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৪ পিএম

বেলাল আজাদ, কক্সবাজার:

সচরাচর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবীর অভিযোগে যৌতুক নিরোধ আইনের ৪ ধারা অথবা নারী নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা করে থাকেন। কিন্তু স্ত্রী কর্তৃক স্বামীর নিকট যৌতুক দাবীর অভিযোগে ১৯৮০ সনের যৌতুক
নিরোধ আইনের ৪ ধারায় মামলা করেছেন খোরশেদ আলম নামের এক ব্যক্তি।
বাদী খোরশেদ আলম (৩৪) রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নের সমূদ্র উপকূলীয় পেচাঁরদ্বীপ এলাকার মৃত ফরিদ আলমের পূত্র। আসামী তার স্ত্রী খুরশিদা বেগম (২৮) একই উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মিয়াজীপাড়া ঘাটঘর এলাকার আনার আহমদের কন্যা। কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম (রামু) আমলী আদালতে সি.আর. মামলাটি দায়ের করা হলে, আদালতের বিচারক হেলাল উদ্দীন মামলাটি আমলে নিয়ে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যানকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মোঃ নুরুল ইসলাম। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত