যুবদল নেতার উচ্ছৃঙ্খলতার বিষয়ে পুলিশকে লিখিত জানালেন বিএনপি নেতা
এক যুবদল নেতার অসাংগঠনিক কাজ ও উচ্ছৃঙ্খলতার বিষয়ে থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় ...
কক্সবাজারে রোববার (১৪ জুন) ৪৪৬ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় একজন ফলোআপ রোগীসহ ৭৬ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এদের মধ্যে আবারও সর্বাধিক ৫৪ জন শনাক্ত হয়েছে কক্সবাজার সদর উপজেলায়। আর কক্সবাজার জেলায় এই রোগীর সংখ্যা হলো ৭১ জন।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তাঁর দেয়া তথ্য মতে, এ দিন কক্সবাজার ল্যাবে যাদের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে কক্সবাজার সদরে ৫৪ জন, রামু উপজেলায় দুইজন, টেকনাফ উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ৫ জন, মহেশখালীতে একজন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একজন ও বান্দরবান জেলার ৪ জন রোগী রয়েছেন। এছাড়াও ফলোআপ রোগী আছেন একজন।
রোববারের টেষ্টে ৩৭০ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।
পাঠকের মতামত