প্রকাশিত: ২৩/০৬/২০১৮ ৫:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৬ এএম

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের উখিয়ায় ক্রিকেট খেলায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র ও এতিম রিপন বড়ুয়া আটক এবং পরবর্তী জামিনে মুক্ত হয়ে থানায় রিকল জমা দিয়ে ফেরার পথে পুনরায় হামলার শিকার হয়। এ ঘটনায় কলেজ ছাত্র রিপন বড়ুয়ার অভিযোগের প্রেক্ষিতে গত ১ জুন দৈনিক সকালের কক্সবাজার, দৈনিক হিমছড়ি, দৈনিক দেশ বিদেশ, আজকের কক্সবাজার ও জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম সিএসবি ২৪ ডটকমে “উখিয়া থানায় দালাল চক্রের উৎপাত: পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা” শিরোনামে বস্তুনিষ্ঠ তথ্যবহুল ও জনস্বার্থে সংবাদ প্রকাশের ২০দিন পর উখিয়া থানার মুন্সী দাবীদার দালাল চক্রের অন্যতম হোতা মামলাবাজ শিশু বড়ুয়া কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এবং জাতীয় অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা জোর দিয়ে বলেন, দেশের অন্যতম বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, সকালের কক্সবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার ও উখিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, জাতীয় দৈনিক আমাদের সময়, দৈনিক হিমছড়ি’র উখিয়া প্রতিনিধি, বনপা কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সদস্য ও সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়–য়া, বার্তা সম্পাদক অঞ্জন বড়–য়ার বিরুদ্ধে গত ২০ জুন আদালতে মামলার অলংকার দিয়ে সাজানো বানোয়াট মিথ্যা মামলা দায়ের করেন বিতর্কিত শিশু বড়–য়া।

শিশু বড়–য়ার দায়েরকৃত মিথ্যা মামলায় আমরা চরম ভাবে উদ্বেগ প্রকাশ করছি। একই সাথে ভিত্তিহীন এই মামলার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। কারণ মানহানিকর ভুয়া মামলা দিয়ে দেশের গণমাধ্যমের উপর আঘাত হানার অপচেষ্টা সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। তাই এ ধরণের হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের পাশাপাশি মিথ্যা মামলার বাদীর শাস্তি দাবী করেন বিবৃতিদাতারা।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) কেন্দ্রীয় কমিটির সভাপতি শামশুল আলম স্বপন (বিজয় নিউজ), সি: সহ-সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী (কক্সবাজার নিউজ ডটকম), ড. মু. জানে আলম রাবিদ (সব খবর ২৪), সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি (দিনাজপুর নিউজ ২৪ ডটকম), মুনতাসীর রায়হান (স্বাধীনতা ২৪ ডটকম), নির্মল বড়–য়া মিলন (সিএইচটি মিডিয়া ২৪ ডটকম), মুহিত চৌধুরী, মিজানুর রহমান হেলাল, সাইফুল ইসলাম মোল্লা, হারুন অর রশিদ, অধ্যাপক জাকের সেলিম (টপ নিউজ অব বাংলাদেশ), সাইফুল ইসলাম সাইফী (টেকনাফ নিউজ ডটকম), ওবাইদুল হক চৌধুরী (উখিয়া নিউজ), সুচিত্র সরকার (পীরগঞ্জ নিউজ), সাইফুল ইসলাম মোল্লা (বিজ্ঞাপন চ্যানেল), ওসমান সরওয়ার ডিপো (বে-বেঙ্গল নিউজ), মাহমুদুল হক (উখিয়া ক্রাইম নিউজ), মো: সেলিম (নাফ জার্নাল), হারুন অর রশিদ (লাল সবুজ), মিজানুর রহমান হেলাল (ভয়েস অব বাংলা), এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী (মেট্রো নিউজ ২৪), জিএমএম মোতাকাবেরু রহমান সৌরভ (রংপুর ক্রাইম নিউজ), ইঞ্জিনিয়ার আকতার রহমান (রাজশাহী বার্তা), মো: মাহমুদুল ইসলাম (অগ্রগতি ডটকম), মোহাম্মদ হামিদুর রহমান (ফোকাস বাংলা টিভি), গোলাম আকবর চৌধুরী (সকালের বার্তা), মো: আহসান হাবীব ফরহাদ (রাজনিউজ বিডি), রফিকুল ইসলাম খান (আরএইচএল নিউজ২৪ ডটকম) প্রদীপ বড়–য়া জয় (বাংলা সময় ডটকম), জহিরুল ইসলাম (চকরিয়া নিউজ ডটকম), এম. কেফায়েত উল্লাহ (সেন্টমার্টিন বিডি নিউজ ডটকম), জুঁই চাকমা (সিএইচটি মিডিয়া টিভি ডটকম), এস.এম সাইফুর রহমান (আওয়ার নিউজ বিডি), আনোয়ার সাহদাত (টিটি নিউজ২৪ ডটকম), এটিএম রাকিবুল বাশার (সময় ৭১), মো: শিরাফুল ইসলাম (জনতার বাণী), মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন (ওয়ান নিউজ), মো: সাদমান খান (নিউজ ইন্ডিপেনডেন্ট ২৪ ডটকম), আবু তাহের (সিটিজি সংবাদ২৪ ডটকম), ফরহাদ হোসেন (ভোলার সংবাদ), মোহাম্মদ আনছার হোসেন (কক্সবাজার ভিশন), সফিকুল ইসলাম মতি (নিউজ সময় ডটকম), এম. লোকমান হোসাইন (সময়ের বার্তা), মো: আল আমিন (জনতার বাণী), সরকার রুহুল আমিন (পাবনা সংবাদ), মো: শাকিল ইফতেখার (অনাবিল সংবাদ), মো: সোহেল রানা (দি পিউপল নিউজ), আতিকুর রহমান টিপু (শীর্ষ সংবাদ বিডি ডটকম), আব্দু ছালাম (মুন্সীগঞ্জ ক্রাইম), আনিসুল ইসলাম (বিডি বার্তা ২৪ ডটকম), খলিল উদ্দিন ফরিদ (ভোলা বাণী), বিপ্লব চাকমা (সিএইচটি ফার্ষ্ট নিউজ), মাহমুদুল হাসান (ক্রাইম সার্চ বিডি), মো: মাইন উদ্দিন (সিএইচটি টিভি বিডি ডটকম), আরিফ মাহমুদ (কলারোয়া নিউজ), মুতাসিম বিল্লাহ মাসুম (২৪ নিউজ মিডিয়া ডটকম), মো: সাবুল মিয়া (বিডি জাহান ডটকম), ছলিম আহমদ ছলু (প্রথম সকাল ডটকম), একরামুল হক বেলাল (সংবাদ প্রতিক্ষণ), মো: নুরুন্নবী রহমান (বাংলা টেলিগ্রাম), রুকনুজ্জামান বাবুল (মানব কথা), বায়েজিদ আহমদ সাদী (আলোকিত সিলেট), ওয়ালি উল্লাহ খান (ফার্ষ্ট বিডি নিউজ২৪), আব্দুল্লাহ আল মামুন (মানব কথা), মোহাম্মদ মাঈনুল হাসান (রাজশাহীর কণ্ঠ), আশফাক আহমদ (ডাকপিয়ন), ফজিলা রহমান (বাংলা টিভি), এস.এম আলম (নতুন চোখ ডটকম), মঞ্জুরুল ইসলাম (এশিয়ান বাংলা নিউজ), শাহরিয়ার রিপন (নিউজ রুম বিডি), দুলাল বড়–য়া (নিউজ কক্স ২৪), আবদুর রহমান (কক্সবাজার রিপোর্ট), এস.এম সেলিম আহমদ ভান্ডারী (বাঘা নিউজ ডটকম), মোহাম্মদ শাহজাহান (কক্সবাজার আলো ডটকম), ইসলাম মাহমুদ (সিটিএন), ফয়জুল হক শিবলী (সময় চিত্র), মোস্তফা কামাল সুমন (গোবি খবর), মুহাম্মদ সোলাইমান মেহেদী হাসান (চিটিজি বাংলা ২৪), তাজুল ইসলাম স্বপন (বাংলা নিউজ এক্সপ্রেস), ফখরুল ইসলাম চৌধুরী পরাগ (বিডি সময়), নুর হাকিম আনোয়ার (টেকনাফ নিউজ ৭১), মাহামদুল হাসান (আমার সংবাদ ২৪), গৌরাঙ্গ দেবনাথ অপু (নবীনগরের কথা ডটকম), মাহির শাহরিয়ার শিশির (বার্তা কণ্ঠ ডটকম), মো: শফিকুর রহমান চৌধুরী (নয়া আলো ডটকম), ইব্রাহীম আজাদ বাবু (কক্স নিউজ ২৪), রইজ উদ্দিন রকি (সিপি নিউজ বিডি), ছৈয়দ মোহাম্মদ সাকিল (ডেইলি কক্সবাজার), বিজয় ঘোষ (বিডি সংবাদ ২৪ ডটকম), ইব্রাহীম খলিল (নিউজ ২ নারায়নগঞ্জ), প্রজ্ঞানন্দ ভিক্ষু (আমাদের রামু ডটকম), মোহাম্মদ মহাসিন হোসেন (মাই বেনাপোল), শামীম রেজা (দেবীগঞ্জ নিউজ ২৪), মো: শেখ ফরিদ (বিজয়ের আলো), গৌতম সাহা (বিজয় বার্তা ২৪), মামনুর রশিদ নোমানী (বরিশাল খবর ২৪), জয়নুল আবেদীন (ফেনী নিউজ), এস.এম এ মনসুর মাসুদ(চ্যানেল ৭ বিডি), মঞ্জুরুল ইসলাম (দেবীগঞ্জ নিউজ), অর্জুন চন্দ্র রায় (স্বাধীন বার্তা ডটকম), বাবলু দাশ (সিটিজি লাইভ নিউজ), এম. আর আমিন (সিটিজি কথা ডটকম), আবু ফয়সাল খাঁন (গাজীপুর টাইমস), ফরিদুল ইসলাম (সীমান্ত টাইমস২৪), এইচএম সোহেল রানা ইমন (রংপুর কণ্ঠ), ইসরাত ইভা (খুলনার কণ্ঠ), মাহবুব আলম জয় (আলোকিত মুন্সীগঞ্জ), এস.এম শামশুজোহা (বগুড়া সংবাদ), মুহিত চৌধুরী (দৈনিক সিলেট), মোস্তাফিজুর রহমান (নকসী টিভি), মেহেদী কাবুল (সিলেটের সময়), আদিত্য জাহিদ (প্রাইম টিভি লাইভ), মঞ্জুর আলী (চিরির বন্দর বার্তা), কাজী বিপ্লব সাহা (মুন্সীগঞ্জ ভয়েস ডটকম) প্রমুখ।

পাঠকের মতামত