স্থলপথে নজরদারি কড়াকড়ি, সাগরপথে ইয়াবার ৮০% ঢুকছে বাংলাদেশে
দেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে ...
উখিয়া নিউজ ডেস্ক ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় এনামুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হারবাংয়ের ইনানি রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুলের বাড়ি চকরিয়া উপজেলার চিরিঙ্গা পৌরসভার স্টেশন বাজার এলাকায়। তিনি ওই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এনামুল মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হারবাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান এনামুল।
পাঠকের মতামত