প্রকাশিত: ২২/০৬/২০১৭ ১১:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৯টি অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। বৃহস্পতিবার (২২জুন) ভোর রাত ৪টার দিকে কুতুবদিয়া উপজেলার পুরান সিকদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয। এসময় অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অভিযান চালান। এসময় উপজেলার পুরান সিকাদার পাড়া এলাকার মুকুলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ৬টি এসবিবিএল, ১৩টি ওয়ান শুটারগান ও ৬শ পিস (৫.৫ মিমি/ ২২ বোর, ০.১/২ বোর) গোলাবারুদসহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে কুতুবদিয়া থানায় আটক ব্যক্তিকে সোপর্দ করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ ভূঁইয়া জানান, আটক ব্যক্তি ও আগ্নেয়াস্ত্র এখনও থানায় রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (২১ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় ১৩টি ওয়ান শুটারগান, ১২ বোর শর্ট গানের গুলি, ২২টি ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮টি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...