প্রকাশিত: ২২/০৬/২০১৭ ১১:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৯টি অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। বৃহস্পতিবার (২২জুন) ভোর রাত ৪টার দিকে কুতুবদিয়া উপজেলার পুরান সিকদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয। এসময় অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অভিযান চালান। এসময় উপজেলার পুরান সিকাদার পাড়া এলাকার মুকুলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ৬টি এসবিবিএল, ১৩টি ওয়ান শুটারগান ও ৬শ পিস (৫.৫ মিমি/ ২২ বোর, ০.১/২ বোর) গোলাবারুদসহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে কুতুবদিয়া থানায় আটক ব্যক্তিকে সোপর্দ করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ ভূঁইয়া জানান, আটক ব্যক্তি ও আগ্নেয়াস্ত্র এখনও থানায় রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (২১ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় ১৩টি ওয়ান শুটারগান, ১২ বোর শর্ট গানের গুলি, ২২টি ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮টি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...