প্রকাশিত: ২৬/০৬/২০১৮ ৮:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩০ এএম
উখিয়া নিউজ ডটকম : কক্সবাজারে  ইয়াবা বিক্রেতার দায়ে মো. শাকের (৩৩) নামে এক যুবককে ১৫ বছরের স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাকের জেলার সাবরং উপজেলার খয়রাতিপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৩০ মে ১৮ হাজার ইয়াবা ও নগদ ১৬ হাজার ৭৪০ টাকাসহ নিজ বাড়ি থেকে আটক হন শাকের। ওই মামলায় ২৩ জুন তাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অভিযুক্ত শাকের জামিনে বের হওয়ার পর আর আদালতে হাজির হননি। ওই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আসামির অনুপস্থিতিতে আদালত এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সুলতানুল আলম বলেন, ইয়াবা মামলায় এটি সর্বোচ্চ দণ্ড। এমন দৃষ্টান্তমূলক দণ্ড হলে মাদক অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

পাঠকের মতামত