উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/১২/২০২৩ ৯:৪৬ এএম

কক্সবাজার শহরে মাদকের ডেরায় হানা দিয়েছে ডিবি পুলিশ। এসময় ১৭ জন মাদক ক্রেতা—বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ। গত সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের ক্যাং পাড়া ও পশ্চিম মাছ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান সুত্রে জানা যায়, দেশীয় মদ বিক্রির অভিযোগে শহরের ক্যাং পাড়া ও পশ্চিম মাছ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ক্যাং পাড়া চাথোয়াই এর বাড়ি থেকে বুসে রাখাইন থেকে ৩০ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া এই এলাকা থেকে বুসেসহ আরও ৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ১৫ লিটার মদ উদ্ধার করা হয়। আটকৃতরা হলো— চেন চেন রাখাইনের পুত্র বুসে রাখাইন (৩৮), খুরুশকুল সাম্পান ঘাট এলাকার গুনধর দের পুত্র টিপু কান্তি দে (২৮), খুরুশকুল দক্ষিণ হিন্দু পাড়ার জলরাম দের পুত্র রনতোষ দে (৩৮), টেকপাড়ার মৃত নুরুল হুদার পুত্র ফজলুল হক কালু (৬৫), ঘোনার পাড়ার মৃত শামসুল আলমের পুত্র মো. জসিম উদ্দিন (৪২), হাসপাতাল সড়কের মৃত সাগর চন্দ্র দাশের পুত্র টিপু দাশ (৩২), লোহাগাড়া পূর্ব সুখছড়ির সুশীল কান্তি দাশের পুত্র অনুপম দাশ (৫১), বিজিবি ক্যাম্প এলাকার ঘৃতপল্লীর সাধন দের পুত্র বিপ্লব দে (২৫) ও জেল গেইট এলাকার মৃত আক্তার মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৫)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে পশ্চিম মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে উছেনয়ী রাখাইনের বাড়ি থেকে ১৫ লিটার মদ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ৮ জন ক্রেতাকে। তারা হলো— পশ্চিম মাছ বাজার এলাকার ছেনমং এর স্ত্রী উছেনয়ী (৩১), বাহারছড়ার মৃত আলী আহম্মদের পুত্র আহম্মদ হোসন (৪৫), সমিতি পাড়ার নাজির হোসেনের পুত্র ইমাম হোসেন বাবুল (৪০), লাইট হাউজের মোখলেছুর রহমানের পুত্র মো. ওসমান গণি (৪১), বাহার ছড়া এলাকার মৃত জাফর আলমের পুত্র নুুরুল আমিন (৩২), মহেশখালী সোনাদিয়ার মো. শাহ আলমের পুত্র মো. শাহজাহান (২৪), সমিতিপাড়ার মৃত মোনাফের পুত্র মোহাম্মদ বাবুল (৩২) ও চকরিয়া মাইজঘোনা জলদাশ বাড়ির সজন দাশের পুত্র টিপু দাশ (২১)।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। তাই জেলাব্যাপী বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। মাদক বিস্তার রোধে এই অভিযান অব্যাহত থাকবে।’

পাঠকের মতামত

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ...

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...