প্রকাশিত: ০৩/০৩/২০১৮ ১০:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার আজিজ নগরে দুই মাইক্রোবাসের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।

শনিবার সকাল ৭টায় চকরিয়ার আজিজ নগরের জসিম উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সকালে চট্টগ্রামগামী দু’টি মাইক্রোবাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ মাইক্রোবাসের আরোহী নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। পরে তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি বরেও জানান তিনি।

পাঠকের মতামত

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...