উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০১/২০২৩ ৯:৩১ এএম

চকরিয়া থেকে ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া মামলার আসামী মোঃ শাহাদাত হোসেন (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

রোববার দিনগত রাত ১ টার দিকে চকরিয়া উপজেলার রায়পুরা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।
গ্রেফতার মোঃ শাহাদাত হোসেন ওই এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানিয়েছেন, গত ৯ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীবে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখে শাহাদাত। পরে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এব্যাপারে ১ জানুয়ারি রোববার আদালতে মামলা করা হয়। মামলা দায়েরে ১২ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণ এবং ভিডিও প্রকাশের সত্যতা স্বীকার করেছে। আসামিকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...