প্রকাশিত: ০৯/০৬/২০২০ ১:০৮ পিএম

কক্সবাজারের একমাত্র নারী হ্রদরোগ বিশেষজ্ঞ (কার্ডিওলজিস্ট) ও জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. লূৎফুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৮ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনা টেস্টে তাঁর পজিটিভ রিপোর্ট এসেছে।

যদিও তিনি ইতোমধ্যে সদর হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বিযয়টি কক্সবাজার ভিশন ডটকমকে নিশ্চিত করেছেন ডা. লুৎফুন নাহার নিজেই।

তিনি জানান, গত বুধবার থেকে জ্বর, কাশি ও শরীর ব্যথা দেখা দেয় তাঁর। এতে তিনি ওইদিনই নমুনা জমা দিলে তা ল্যাবে খোঁজে পাওয়া যায়নি। আবার গত শনিবার নমুনা দিয়ে আজ পজিটিভ রিপোর্ট আসে।

কক্সবাজার সদর হাসপাতালের হার্টের এই চিকিৎসকের আগে থেকেই ডায়েবেটিস ও হার্টের রোগ ছিল। তার মাঝে করোনা পজিটিভ দেখা দেয়ায় একটু আতংকের বিষয় হয়ে পড়েছে।

করোনার এই সময়ে ডা. লূূৎফুন নাহার কক্সবাজার সদর হাসপাতালে নিয়মিত রোগী দেখেছেন।

তিনি সবার মাঝে দোয়া কামনা করেছেন। যাতে করোনা জয় করে আবারও চিকিৎসক হিসেবে করোনার এই ‘যুদ্ধে’ সামিল হতে পারেন। ©কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...