প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ৩:৩১ পিএম , আপডেট: ০৭/০৩/২০১৭ ৩:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সাজ্জাদ কটেজ থেকে রান্নাত (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া এলাকার সোলেমান মিয়ার মেয়ে। কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাইন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
সাজ্জাদ কটেজ কর্তৃপক্ষ জানান, সোমবার মার্চ রাতে সাদ্দাম ও সুমি নামে দিয়ে দু’জন তরুণ-তরুণী কটেজের ১০৫ নং কক্ষে উঠেন। সকাল ১০টা পেরিয়ে গেলেও কক্ষে কোন সাড়া-শব্দ পাওয়া যায়নি। এক পর্যায়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে সাড়া না মেলায় পুলিশকে খবর দেয়া হয়।
মাইন উদ্দীন জানান, কটেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল কুদ্দুস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনহ একদল পুলিশ সাজ্জাদ কটেজে যায়। ওই কক্ষের দরোজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। কক্ষের ভেতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তরুণী লাশ পাওয়া যায়। এসময় সেখান থেকে কিছু ইয়াবা, একটি ভাঙা মোবাইল সেট (চালু) ও কাপড় উদ্ধার করা হয়েছে।
নিহত তরুণীর মা রাজিয়া বেগম মোবাইল ফোনে জানান, তরুণীটি বিয়ে হয়েছিল। সেখানে ডিভোর্স হয়ে যায়। সে থেকে পরিবারের সাথে চট্টগ্রামে থাকতো এবং গার্মেন্টেস- এ চাকরি করতো। গত ২০ দিন আগে বাড়ি থেকে উধাও হয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, লাশটি উদ্ধার করে কক্সাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের সাথে পাওয়া মোবাইলে রক্ষিত নাম্বারে কল বিষয়টি তার মাকে জানানো হয়। খবর পেয়ে তারা কক্সবাজারে আসছেন।

পাঠকের মতামত

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...