প্রকাশিত: ১৮/০৮/২০১৮ ৭:৩৫ এএম

মাহাবুবুর রহমান :
অচিরেই নির্মান কাজ শুরু হবে কক্সবাজার ইনডোর জিমনেসিয়াম কাম স্টেডিয়ামের। ইতিমধ্যে প্রায় ২০ কোটি টাকার প্রাক্কলনও তৈরি হয়ে গেছে, বাকি কিছু দাপ্তরিক কাজ আছে সেটার কাজ শেষ হলেই মূল কাজ শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব (পরিকল্পনাও উন্নয়ন) শুক্কুর আলী।
তিনি গতকাল কক্সবাজারে ইনডোর স্টেডিয়ামের জমি পরিদর্শনে এসে এসব কথা বলেন। কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক, বর্তমানে এনএসসির যুগ্ম সচিব শুক্কুর আলী আরো বলেন কক্সবাজার এখন দেশীয় ক্রীড়াঙ্গনের রোল মডেল। এখানে বেশির ভাগ সময় জাতীয় ও আন্তর্জাতিক খেলা অনুষ্টিত হয়। এছাড়া প্রায় সময় ঘরোয়া খেলাধুলার জন্য কক্সবাজারের নাম সবার উপরে স্থান পায়। সর্বোপরি বর্তমান ক্রীড়া বান্ধব সরকার কক্সবাজারের পর্যটন এবং ক্রীড়ার উন্নয়নের সব সময় সচেষ্ট তাই এখানে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মত গুরুত্বপূর্ণ স্টেডিয়াম হয়েছে। তাই এখানে একটি ইনডোর স্টেডিয়াম করার জন্য অনেক দিনের দাবীও ছিল। এই প্রকল্প অনেকটা শেষ পর্যায়ে প্রায় ২০ কোটি টাকার প্রকল্পে বহুতল ভবনে ভলিবল, বাস্কেটবল, ব্যাটমিন্টন, দাবা, উশু, তায়াকানডো, জুডোসহ খেলাধুলার জন্য নির্দিষ্ট স্থান থাকবে। এছাড়া থাকবে আধুনিক জিমনেসিয়াম। আমি আশা করি এই ইনডোর স্টেডিয়াম হলে কক্সবাজারের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে। পরে তিনি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও পরিদর্শন করেন। আলাপকালে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনুপ বড়–য়া অপু বলেন, নগর জীবনে চাপ বাড়ার সাথে সাথে খেলাধুলার জন্য জায়গাও কমে আসছে। তাই ছেলেমেয়েদের খেলাধুলাকে ধারাবাহিক রাখার জন্য আমরা ৩ বছর আগে থেকে কক্সবাজারে একটি ইনডোর স্টেডিয়াম করার জন্য বিভিন্ন মহলে দাবী জানিয়ে আসছি। সে জন্য আমি প্রস্তাব আকারে জাতীয় ক্রীড়া পরিষদে আবেদন করেছিলাম। যেই প্রেক্ষিতে ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে প্রাথমিক জরিপ, কাজের ব্যায়, সুবিধা ও ধরন বিষয়ে প্রকল্পের কাজ শেষ করেছে। এখন পরিকল্পনা ও উন্নয়ন সচিব মহোদয় পরিদর্শন করে গেছেন। এরপর সচিব মহোদয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে। আমি আশা করছি খুব দ্রুত কক্সবাজারে কাক্ষিত ইনডোর স্টেডিয়াম নির্মিত হবে।এদিকে গতকাল ইনডোর স্টেডিয়াম পরিদর্শনের সময় সাথে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জসিম উদ্দিন, সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, রতন দাশ, আয়েশা সিরাজ, ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রমুখ। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...