প্রকাশিত: ২২/০৭/২০১৭ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৫ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের মেরিনড্রাইভ রোডের পাহাড়ি ঝরনায় গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির আলম রিদুয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ছাত্র। তার বাবার নাম নুরুল আলম বাচ্চু। তাদের বাড়ি ঢাকার উত্তরায় বলে জানা গেছে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, শনিবার বিকেল ৪টার দিকে ৭ জন শিক্ষার্থী হিমছড়ির রংধনু ঝরনায় গোসল করতে নামে। এ সময় ঝরনা সংলগ্ন পাহাড়ের একাংশ ধসে পড়লে সাব্বির নিচে চাপা পড়ে।

স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা মাটি চাপাপড়া সাব্বিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা সাব্বিরকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বিরের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...