ইসলামী ব্যাংকের ১৬০০ কোটি ‘গায়েব’, এস আলমের বিরুদ্ধে আরও দুই মামলা
চট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ৪০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের ...
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার থেকে টেকনাফে ফেরার পথে আলোচিত সাংসদ আব্দুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বার্তা ২৪কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলি কিনা সেটি এখনো নিশ্চিত নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, টানা ১০ বছর ধরে সাংসদ আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা। নির্বাচিত হওয়ার পর থেকে ইয়াবাসহ নানান বিতর্কে জড়িয়ে পড়েন বদি। এসবের কারণে আগামী একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নও পাননি তিনি।
পাঠকের মতামত