উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/১২/২০২৩ ৯:৪৯ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ ডিসেম্বর পেকুয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নিজের অনুসারীদের নিয়ে আয়োজিত এক সভায় দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন জাফর। তার এ বক্তব্যটি দলীয় শৃঙ্খলা পরিপন্থি হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দলীয় পদ হারালেন আলোচিত চেয়ারম্যান সেলিম খান

একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেটি আগামী সাতদিনের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ বরাবর কারণ দর্শাতেও বলা হয়েছে। অন্যথায় স্থায়ী বহিষ্কারের জন্য দলের হাই কমান্ড বরাবর সুপারিশ করা হবে।

অব্যাহতির বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করে কথা না বলে কেটে দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলম।

এদিকে জাফর আলমকে অব্যাহতি দেওয়ার খবর প্রচার পাওয়ার পর চকরিয়ায় জাফর গ্রুপের মাঝে হতাশা দেখা দিলেও বিরোধী গ্রুপে মাঝে আনন্দ বিরাজ করছে।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...