প্রকাশিত: ১০/১১/২০১৬ ৩:৪৮ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজার- ৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির মুক্তির দাবীতে এবার মাঠে নেমেছেন কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার shahid-pic-2সকাল ১১ টার সময় কক্সবাজার-টেকনাফ আরকান সড়কের পাশে উখিয়া কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা ঘন্টা ব্যাপী কলেজ গেইটের সামনে এমপি বদির মুক্তির দাবীতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ এম ফজলুল করিম, কলেজ উপাধ্যক্ষ মোঃ আব্দুল হক, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ ফরিদুল আলম চৌধুরী, মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক ও অর্থনীতির প্রভাষক মোঃ জালাল আহম্মদ। বক্তারা বলেন, এমপি আব্দুর রহমান বদি ১ টাকারও দূর্ণীতি করে নাই। ষড়যন্ত্রমূলক ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। আমরা কোন কথাই বুঝি না, এমপি বদির মুক্তি চাই। তারা বলেন, এমপি বদির অনুপস্থিতিতে উখিয়া -টেকনাফের শিক্ষা প্রতিষ্টানে এমনকি উপজেলা প্রশাসনেও কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কলেজের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এমপি বদিকে মুক্তি দেওয়ার জন্য আহব্বান জানান। উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি। এ সময় কলেজ শিক্ষক সহ সকল বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে কক্সবাজার-কুয়াকাটা পরিচ্ছন্ন রাখতে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

আসন্ন পর্যটন মৌসুমে দেশের প্রধান পর্যটন এলাকা কুয়াকাটা ও কক্সবাজারের পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...