প্রকাশিত: ৩০/০৩/২০১৭ ৪:৩৮ পিএম

এস.আজাদ,উখিয়া ::
উখিয়ার হাটবাজার গুলোতে চড়াদামে বিক্রি হচ্ছে তরমুজ। মধ্যস¦ত্বভোগী ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের ঠকিয়ে আর্থিক লাভের আশায় চট্টগ্রাম, নোয়াখালীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ক্রয় করে নিয়ে এসে সিন্ডিকেট ভিত্তিক তরমুজ বিক্রি করার ফলে ক্রয় ক্ষমতা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বলে স্থানীয় ক্রেতাদের অভিযোগ।
সরজমিন উখিয়ার মরিচ্যা, কোটবাজার, সোনারপাড়া, উখিয়া সদর, কুতুপালং, বালুখালী, থাইংখালী এবং পালংখালী ষ্টেশন ঘুরে দেখা গেছে, বড় বড় তরমুজের স্তুপ। একশ্রেণীর মৌসুমী ব্যবসায়ীরা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে কম দামে তরমুজ ক্রয় নিয়ে এসে এখানে বিক্রি করতে উচ্চ দামে। উখিয়া সদর ষ্টেশনে ছব্বির আহমদ নামের এক তরমুজ ক্রেতা জানান, গত ২দিন ধরে তার ছেলে/মেয়েরা তরমুজের কথা বলে আসছে, তাই মাঝারি সাইজের একটি তরমুজ ২০০টাকায় ক্রয় করেছে। একইভাবে থাইংখালী এলাকার আনোয়ার ইসলাম বলেন, সে একটি বড় সাইজের তরমুজ ক্রয় করেছে ৩৫০টাকা দিয়ে। যদিও বা দাম বেশি, এরপরও করার কিছু নেই। উখিয়া সদরে তরমুজের স্তুপের পাশের্^ দাড়ানো শামসুল আলম নামের একজন ক্রেতা হতাশার সুরে বলেন, ক্রয় ক্ষমতা তার নাগালের বাইরে থাকায় সে অনেক চেষ্টা করেও তরমুজ ক্রয় করতে হিমশিম খাচ্ছে।
উখিয়া বাজারের তরমুজ ব্যবসায়ী দিল মুহাম্মদ জানান, সে নোয়াখালী থেকে ১হাজার তরমুজ ক্রয় করেছে ১লক্ষ টাকা দিয়ে। এছাড়াও পরিবহন, যাতায়াত খরচ মিলে প্রায় দেড় লাখ টাকা পুঁজি লাগছে তার। এর কথা মতে, প্রতিটি তরমুজের দাম পড়েছে ১৫০টাকা করে। তাই ২০০/২৫০ এবং ৩০০/৩৫০টাকা বিক্রি না করলে আমাদের লাভ পোষাবেনা। উখিয়া উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন, আমাদের স্থানীয় ভাবে উৎপাদিত তরমুজ বাজারজাত হতে আরো ১মাস সময় লাগবে। এই সময়ে কিছু মৌসুমে ব্যবসায়ী দুরদুরান্ত থেকে তরমুজ ক্রয় করে নিয়ে এসে সাধারণ ক্রেতাদের নিকট থেকে উচ্চ মূল্য হাতিয়ে নিচ্ছে। এতে করার কিছু নেই।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, কোন ব্যবসায়ী যদি ক্রেতাদের ঠকিয়ে দাম হাতিয়ে নিয়ে থাকে তাহলে এটি মারাত্মক অপরাধ। ইতিপূর্বে আমি একাধিকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্ত অধিকার আইনে জরিমানা করেছি। অতি শ্রীঘ্রই উখিয়াসহ সমস্ত হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

থমথমে খাগড়াছড়ি, দোকানপাট বন্ধ

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ ...

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ...

মৎস্য খাতের অগ্রযাত্রায় নেদারল্যান্ডস-বাংলাদেশের যৌথ উদ্যোগ

মৎস্য খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস সরকার। বিশেষত কৃষি ও জলজ ...

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...