প্রকাশিত: ০৯/০৭/২০১৮ ৮:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৯ এএম

বিশেষ প্রতিবেদক:
উখিয়া থেকে অপহরণের ৫ দিন পর এক যুবককে টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী দলের একজন সদস্যকেও আটক করা হয়। উদ্ধার যুবক আবদুস সালাম (২৫) উখিয়ার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকার মোঃ সৈয়দ নূর ও মোছাঃ লায়লা বেগমের ছেলে।

আটক অপহরণকারী দলের সদস্য মোঃ শাহেদ (২০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার ছৈয়দ আলমের ছেলে। শনিবার রাতে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের এক সদস্য হোয়াইক্যং এর বটতলী পাগলা মার্কেট এলাকার সন্ত্রাসী রশিদ বলীর বাড়িতে অভিযান চালিয়ে উক্ত অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গত ৫ দিন আগে উখিয়ার টিএন্ডটি গুচ্ছগ্রাম থেকে আবদুস সালামকে অপহরণ করে রশিদ বলীর নেতৃত্বে একটি অপহরণকারী চক্রের সদস্যরা। এরপর অপহৃতের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে শনিবার সকালে অপহৃত যুবকের মা লায়লা বেগম র‌্যাব কার্যালয়ে এসে ঘটনাটি অবহিত করেন। পরে র‌্যাব সদস্যরা অনুসন্ধান চালিয়ে অপহরণকারী ও তাদের আস্তানা সনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার ও অপহরণকারী চক্রের একজন সদস্যকে আটক করে। আটক যুবককে গতকাল রবিবার উখিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...