উখিয়ায় আইনশৃঙ্খলার অবনতি,এক সপ্তাহে ৩ খু’ন
মনখালীর পাহাড়ি ছরায় ভাসমান অবস্থায় উদ্ধার জনপ্রিয় মেম্বারের মরদেহ, এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা কক্সবাজারের উখিয়ায় মাত্র ...
ইমরান আল মাহমুদ,উখিয়া::
উখিয়া থানা পুলিশের অভিযানে ২হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। ৫ই জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জুর নির্দেশে এসআই মোর্শেদ আলম ও এএসআই মোঃশামীম ভূইয়ার নেতৃত্বে তুতুরবিল রাস্তার মাথায় সন্ধ্যার সময় তল্লাশি চৌকি বসিয়ে সোলতান আহমদ(৩৯) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী সোলতান আহমদ পাগলির বিল ছায়াখোলা এলাকার বলে জানা যায়।
আটককৃত আসামী স্থানীয় আবুল হাশেম ও আব্দুল হাকিম সিন্ডিকেটের ইয়াবা ব্যবসায়ী বলে জানা যায়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানাসূত্রে জানা যায়।
পাঠকের মতামত