প্রকাশিত: ০৯/০৩/২০১৭ ৮:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::
রাত পোহালেই মদ, গাঁজাসেবী ও বখাটেদের অভয়াশ্রমে পরিণত হয়। আকাশে মেঘ জমলে বৃষ্টির পানিতে ভিজে যায় ওষুধপত্র। উখিয়া উপস্বাস্থ্য কেন্দ্রটিতে ৪টি পদ থাকলেও কর্মচারী না থাকায় কর্তব্যরত চিকিৎসককে যাবতীয় দায়িত্বপালন করতে হয়। আসবাবপত্র না থাকায় রোগীদের দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে হয়। বুধবার সকালে উপস্বাস্থ্য কেন্দ্র ঘুরে এমনটি চিত্র দেখা গেছে।

উপস্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করতে চোখে পড়ল এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ লিখা একটি সাইনবোর্ড। অথচ সাইনবোর্ডের নিচে দেখা গেল আবর্জনার স্তুপ। স্থানীয় ব্যবসায়ী সাকের আলী জানায়, হাসপাতাল এলাকায় ময়লা আর্বজনা না ফেলার জন্য ব্যবসায়ীদের বারংবার সর্তক করার শর্তেও তারা মানছে না। উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় বারান্দায় রাখা হয়েছে মুরগির খাঁচা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আর্বজনা। এসময় স্থানীয় রোগী শামশুল আলম জানায়, স্টেশনের যাবতীয় ব্যবসায়ী ও পথচারী এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্বাস্থ্য কেন্দ্রের ঝোপঝাড়ের আড়াঁলে মলমূত্র ত্যাগ করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, সদর এলাকায় প্রতিষ্ঠিত এ উপস্বাস্থ্য কেন্দ্রটি গরীব রোগীদের জন্য অতিজন গুরুত্বপূর্ণ। তাই হাসপাতালটিকে বাউন্ডারি ওয়াল দিয়ে সংরক্ষণ করা উচিত। তিনি বলেন, রাত নামলে হাসপাতাল বারান্দায় মদ, গাঁজা সেবী ও বখাটেদের বৈঠক খানায় পরিণত হয়।

হাসপাতালের উপ-সহকারি মেডিকেল অফিসার মাহামুদুল হাসান জানায়, এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে আকাশে মেঘ উঠলে ভিতরে বৃষ্টি পড়ে। ওষুধপত্র নষ্ট হয়ে যায়। নাইট গার্ড, এম এল এস এস সহ ৪টি পদ খালি থাকায় তাকে একাই সব কাজ সারতে হচ্ছে। তিনি বলেন, দৈনিক গড়ে ৭০/৭৫ জন রোগী দেখার পরও অতিরিক্ত দায়িত্ব পালণ করতে হচ্ছে।

এব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন জানান, উপস্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। বরাদ্ধ আসলে কাজ শুরু করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...