প্রকাশিত: ২৭/০৭/২০১৮ ১০:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১২ এএম

উখিয়া নিউজ ডটকম::
গত কয়েকদিনের লাগাতার ভারি বর্ষণে প্রায় ৩টি স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাহাড়ি ঢল ও নাফ নদের জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পালংখালীর এক হাজার একর চিংড়িঘের তলিয়ে গেছে। পাহাড় কাটা মাটিতে খাল জলাশয় ভরাটসহ অপরিকল্পিত স্থাপনা গড়ে উঠার কারণে পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ায় প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ সব এলাকায় হাজারো অধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
সরজমিন কক্সবাজার টেকনাফ সড়কের থাইংখালী, কাটির মাথা ও পানের ছড়া এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বুধবার সকাল থেকে। ফলে দূরপাল্লার যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ছোটখাট যানবাহন চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। পথে পথে যাত্রীদের গাড়ি পাল্টে অথবা পায়ে হেঁটে গন্তব্যস্থানে পৌঁছতে হচ্ছে বলে একাধিক যাত্রী জানিয়েছেন। সিএনজিও টমটম পরিবহন মালিক সমিতির সভাপতি মোকতার আহম্মদ জানান, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে ছোটখাট যানবাহনগুলো
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, তিনি বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছেন। আগাম দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের তৎপর থাকার পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসরত জনসাধারণ যাতে তাৎক্ষণিকভাবে আশ্রয় নিতে পারে সে জন্য সাইক্লোনসেল্টারগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছেন।

পাঠকের মতামত