জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...
উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি
উখিয়ার বালুখালী কাস্টমস স্টেশন সংলগ্ন (তেলীপাড়ায়) নতুন নির্মিত “মোহাম্মদিয়া মার্কেট” এর শুভ উদ্ধোধন উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়| ইফতার মাহফিলে মার্কেট মালিক মো:আলী সওদাগর . সাংবাদিক শ.ম.গফুর. স্থানীয় যুবনেতা আবদুর রহমান.ওলামায়ে কেরাম. বিভিন্ন পেশাজীবী সহশত-শত ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইফতার মাহফিলে শরীক হয়| ইফতার পুর্ব খতমে কোরআন এবং মোনাজাতে মোহাম্মদিয়া মার্কেট এবং “সাংবাদিক শ.ম. গফুর -আবদুর রহমান’র পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান “পাবলিক মিডিয়া” র উত্তরোত্তর সফলতা কামনা করা হয়|
পাঠকের মতামত