প্রকাশিত: ০৮/০৬/২০২০ ২:৩৪ পিএম
ফাইল ছবি

আবদুল্লাহ আল আজিজ::

ফাইল ছবি

উখিয়ায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

০৮ জুন (সোমবার) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জার্মান অফিস রোড সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, কে বা কারা নবজাতক শিশুটিকে কাপড় দিয়ে জার্মান অফিস রোড সংলগ্ন ব্রিজের নিচে পূর্ব পাশে ফেলে রেখে যায়। সকাল ৮টার দিকে স্থানীয়রা নবজাতকে লাশ দেখতে পেয়ে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতক শিশুটি লাশ উদ্ধার করে। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মর্জু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রিজের নিচ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...