প্রকাশিত: ০৭/০৬/২০১৬ ১০:১০ পিএম , আপডেট: ০৭/০৬/২০১৬ ১০:১১ পিএম

pic 1~1মাহমুদুল হক বাবুল, উখিয়া  ::
উখিয়ায় নির্বাচনী পরবর্তী সময়ে  মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত কক্সবাজার টেকনাফ সড়ক পরাজিত ইউপি সদস্যর সমর্থকেরা রাস্তায় ব্যারিকেট দিয়ে পালংখালী ষ্টেশনে যান চলাচল বন্ধ করে রাখে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বভাবিক করে।

জানা গেছে, গত ৪ জুনের ইউপি নির্বাচনে পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফয়েজুল ইসলাম ভোটে পরাজিত হলে বিজয় প্রার্থী কামাল হোসনের  সমর্থকদের উপর হামলা, ধাওয়া Ñ পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরাজিত প্রার্থীর সমর্থকেরা ৩ রাউন্ড ফাকা গুলি বর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এ সময় ব্যবসায়ীরা আতংক্ষিত হয়ে দোকান পাট বন্ধ করে রাখে। লোকজন এদিক ওদিক ছোটা ছুটি করে পালিয়ে যায়। বিজয় প্রার্থী কামাল হোসনের ২ টি দোকানে পরাজিত প্রার্থীর লোকজন ব্যবসায়ীদের জিম্মি করে দোকানে তালা বদ্ধ করে রাখে। এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও থানার ওসি মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌছে ঘটনার নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বভাবিক করে। এ ব্যাপারে বিজয় প্রার্থী ইউপি সদস্য কামাল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, পূনরায় এ ধরনের কোন পক্ষ প্রশাসনের আশ্রয় না নিয়ে অপ্রীতকর ঘটনা করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...