প্রকাশিত: ২৫/০৪/২০২২ ৭:১৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ সোমবার বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২২ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল রালী ও আলোচনা সভা। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রনজন বড়ুয়া রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহি উদ্দিন ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার মোহাম্মদ সাজেদুল ইমরান শাওন।
এ সময় হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার , কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উখিয়া স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত সকল এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা ম্যালেরিয়া রোগ প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা ও ঘুমানোর সময় মশারী ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়।

পাঠকের মতামত