প্রকাশিত: ৩১/০১/২০১৮ ৪:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৯ এএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম::
উখিয়া হাজিরপাড়া সীরাত কমিটির উদ্যোগে হাজিরপাড়া সীরত ময়দানে মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ এর ইছালে ছওয়াব ও তিন দিন ব্যাপী ২৮ তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল ১ ফেব্র“য়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৩ ফেব্র“য়ারি শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বলে মাহফিল এনতেজামিয়া কমিটির নৃতৃবৃন্দরা জানিয়েছেন। এতে প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। বিশেষ বক্তা মাওলানা ক্বারী ইমরানুল হক শামীম, ধর্মীয় আলোচক বিজয় টিভি। দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করবেন, হালিশহর চট্রগ্রামের মুহাম্মদিয়া হাউজিং জামে মসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দিন হেলালী বিশেষ আলোচক মাওলানা শফিউল হক জিহাদী, উপাধ্যক্ষ শাহার বিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা, চকরিয়া। ও তৃতীয় শেষ দিনের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন ড:সাইয়্যেদ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া ছিদ্দিকী, পীর সাহেব, জৈনপুরী ঢাকা। বিশেষ আলোচক মাওলানা বশির আহমদ কাকারা তাজুল উলুম মাদ্রাসার শিক্ষক চকরিয়া। হাজর পাড়া সীরত কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম বলেছেন, ইতিমধ্যেই মাহফিলের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করছেন কক্সবাজারের দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ মাহফিল হাজিরপাড়ার এই সীরত ময়দানে হাজার হাজার লোকের আগমনের মধ্য দিয়ে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় জাহান্নামের আজাব থেকে মুক্তি এবং জান্নাত নসিবের জন্য আল্লাহর নিকট আবেদন জানানো হয়।
হুমায়ুন কবির জুশান
উখিয়া কক্সবাজার।০১৮১৯৫১৬০২০।
রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির আন্তর্জাতিক সহযোগিতার আহবান
হুমায়ুন কবির জুশান (উখিয়া কক্সবাজার) তারিখঃ ৩১-০১-১৮ ইং।
সেনাবাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা যাতে স্বদেশে ফিরে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজেদের বাড়িঘরে বসবাস করতে পারে তার জন্য সহযোগিতা ও সমর্থন চেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের। নাগরিক সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে সম্মানের সাথে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। এনজিওদের অনৈতিকতা, স্বজনপ্রীতি, অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির অবস্থান ধর্মঘট শেষে গতকাল বোধবার নেতৃবৃন্দ সাংবাদিকদের এ কথা বলেছেন। উখিয়া উপজেলা প্রবেশ মুখে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবিতে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন, প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক এম গফুর উদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, মাহবুব আলম মাহবু, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সদস্য জসিম উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা। সাংবাদিকদের সাথে আলাপকালে প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ ও রোহিঙ্গাদের এতদিন ধরে যে সাহায্য সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছে তার জন্য ধন্যবাদ দেয়ার পাশাপাশি তা যেন অব্যাহত থাকে। এক শ্রেণির এনজিও রোহিঙ্গাকে পুঁজি করে ফায়দা লুটছে। তারা রোহিঙ্গাদের উস্কানি দিয়ে প্রত্যাবাসন বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে। তাদের প্রতিহত করতে হবে। প্রত্যাবাসন সংগ্রাম কমিটির যুগ্ন সম্পাদক নুর মোহাম্মদ সিকদার বলেন, প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের মাঝে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে ইচ্ছুত হলেও তাদেরকে বিভ্রান্তিমূলক ধারণা মাথায় ঢুকিয়ে দিচ্ছে তথাকথিত এনজিওগুলো। ঐসব এনজিওদের উস্কানিতে রোহিঙ্গারা বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামতে শুরু করেছে। কুতুপালং লম্বাশিয়া ৩ নং ক্যাম্পের মাঝি (লিডার) মোরশেদ আলম বলেন, রোহিঙ্গাদের মধ্যে কেউ যেতে না চাইলে কাউকে জোর করে ধাক্কা দিয়ে কি পাঠানো যাবে? আমরা রোহিঙ্গারা যখন দেখব যে রাখাইনের পরিস্থিতি উন্নয়ন হয়েছে, তখন আমরা অবশ্যই ফিরে যাবো।

পাঠকের মতামত

অনিশ্চয়তার মুখে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা শিশুর শিক্ষাজীবন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আর্থিক সংকটে প্রায় ৬ হাজার ৪০০ এনজিও-পরিচালিত অনানুষ্ঠানিক স্কুলে ক্লাস নেওয়া বন্ধ ...

৮ বছরে পা হারিয়েছে ৪৪, নিহত ৫বিপদ জেনেও মাইন পুতে রাখা জায়গায় যাচ্ছে সীমান্তের লোকজন

ওমর ফারুক হিরু :: মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে প্রায়ই ঘটছে মাইন বিস্ফোরনের ঘটনা। ...

রামুতে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার ...