প্রকাশিত: ১৪/০৪/২০১৭ ৭:৪৬ এএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ায় দিলু আরা বেগম নামক এক গৃহবধু ২ শিশু সন্তান নিয়ে ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজ গৃহবধু হলদিয়াপালং ইউনিয়নের ধুরুমখালী নতুন পাড়া গ্রামের বদিউল আলমের স্ত্রী। এ ব্যাপারে স্বামী উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করছে বলে জানা গেছে। পুলিশ বলেছে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

জানা যায়, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ধুরুমখালী নতুন পাড়া গ্রামের বদিউল আলম পেশায় একজন সিএনজি চালিত অটো বাইক চালক। গত ১১ এপ্রিল তার স্ত্রী দিলু আরা বেগম ও ২ শিশু সন্তান সহ নিখোঁজ হয়ে যায়। শিশু সন্তানের নাম হচ্ছে আলী আহমদ (৭) ও আছমাউল হুসনা (৩)। স্বামী বদিউল আলম বলেন, প্রতিদিনের ন্যায় কক্সবাজার শহরে অটো বাইক চালাতে যান। ঘটনারদিন রাতে বাড়ীতে ফিরে দেখে স্ত্রী ও ২ সন্তান বাড়ীতে নাই। পরে অনেক জায়গা ও আত্বীয়স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজির পর ৪দিনও তাদের হদিস পায়নি।

উখিয়া থানায় দায়েরকৃত লিখিত এজাহারে স্বামী বদিউল আলম অভিযোগ করেছে একই এলাকার মৃত মোস্তাফিজের পুত্র মাদাকাসক্ত ও মাদক ব্যবসায়ী রুবেল নামক জৈনক বখাটে যুবক গৃহবধু দিলু আরা বেগমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখেছে। এমনকি শিশু সন্তানদেরকে ফেরত দেওয়ার কথা বলে মুক্তিপন দাবী করতে পারে বলে তার আশংকা। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তাক্ষেপ কামনা করেছে।

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...