প্রকাশিত: ২২/০৭/২০১৮ ৯:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৫ এএম

উখিয়া প্রতিনিধি::

উখিয়ার থাইংখালী ঘোনার পাড়া থেকে রশিদা বেগম (১৪) নামের এক কিশোরী নিজ বাড়ী থেকে অপহরন হয়েছে। তার পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে না পেয়ে ১৩ জুলাই উখিয়া থানায় একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ করেছে। অপহ্নত রশিদা বেগমের পিতা হাজী আব্দুল গফুর জানান, ১৪ জুলাই অজ্ঞাত স্থান থেকে তার ছেলে সাহাব উদ্দিনের মুটফোনে অপহরন চক্রের সদস্যরা বিভিন্ন ভাবে হুমকি ধমকি প্রদর্শন করতে থাকে। এ ঘটনায় ১৯ জুলাই রশিদার পিতা আব্দুল গফুর বাদী হয়ে আবুহান প্রকাশ খোকনসহ ৭ জনকে আসামী করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বিবাদী প্রতিপক্ষদের সাথে জমি জমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘ দিন ধরে। এ ঘটনার সূত্র ধরে প্রতিপক্ষরা তার কিশোরী কন্যাকে অপহরন করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, অপহ্নত রশিদাকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...