প্রকাশিত: ০৭/০৭/২০১৮ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৪ এএম

পলাশ বড়ুয়া:

উখিয়ার পূর্বরত্না মৈত্রী বৌদ্ধ বিহার পুন: নির্মাণে ৫০ হাজার টাকা অনুদান দিলেন “উখিয়া উপজেলা সার্বজনীন সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটি”। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ বিহারের জন্য পূর্ব ঘোষিত অনুদানের নগদ এই টাকা প্রদান করেন নেতৃবৃন্দ। গতকাল ৬ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক সুবদন বড়–য়ার হাতে এই অনুদানের টাকা তুলে দেওয়া হয়।

উখিয়া উপজেলা সার্বজনীন সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটির সভাপতি প্রভাষক প্লাবন বড়ুয়ার সভাপতিত্বে অনুদান প্রদান কালে আলোচনায় সভায় বক্তব্য রাখেন মেম্বার মধুসুদন বড়–য়া, মুক্তিযোদ্ধা পরিমল বড়–য়া, শিক্ষক মিলন কুমার বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কক্সবাজার শাখার সভাপতি এডভোকেট অনিল কান্তি বড়–য়া, দীপক বড়ুয়া দীপু মেম্বার, অচিন্ত্য বড়–য়া, উখিয়া উপজেলা সার্বজনীন সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটি সাধারণ সম্পাদক শিক্ষক আশীষ বড়ুয়া।

ক্ষতিগ্রস্থ বিহার পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক সুবদন বড়–য়া, কোটবাজার বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের আহবায়ক কমিটি সদস্য অমিয় বড়–য়া।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিক্ষু সমিতি, উখিয়ার শাখার সাধারণ সম্পাদক শ্রীমৎ জ্যোতিপ্রিয় থের, মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতি প্রজ্ঞা থের, পূর্বরত্না আনন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতি লায়ন থের, পূর্বরত্না মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতিমিত্র ভিক্ষু, বাবু অমল বড়ুয়া, পূর্বরত্না মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক হেমন্দ্র লাল বড়ুয়া, জাগরণ কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মনোরঞ্জন বড়ুয়া, কোটবাজার বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের আহবায়ক কমিটির সচিব জয়াংশু বড়ুয়া, শিক্ষক বিপ্র বড়ুয়া, শিক্ষক অমৃত কুমার বড়–য়া, প্রধান শিক্ষক রাজেশ্বর বড়ুয়া, শিক্ষক পরিমল বড়ুয়া, শিক্ষক স্বপন বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, বিজন বড়ুয়া, সবুজ বড়ুয়া, প্রধান শিক্ষক পলাশ বড়–য়া, শিক্ষক হিমু বড়–য়া, শিক্ষক বিধান বড়ুয়া, কাজল বড়ুয়া, মিলন বড়ুয়া, মধু বড়ুয়া, অনু বড়–য়া, প্রভাত বড়–য়া, অতিন্দ্র বড়–য়া, মনোহরি বড়–য়া, অসীম বড়–য়া দীপচাঁন, রতন বড়–য়া, সজল বড়–য়া প্রমুখ।

অনুদান প্রাপ্ত পূর্বরত্না মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক সুবধন বড়ুয়া সুরক্ষা কমিটির সকলের প্রতি ধন্যবাদ সহকারে দানীয় পারমী পুরণে বিহারটি পুন: নির্মাণে সর্বস্তরের মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। এ সময় সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ আগামীতেও সব ধরণের সহযোগিতার পাশাপাশি আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী রাতে দৈবক্রমে আগুনে ভস্মিভূত হয়ে যায় বিহারটি। দীর্ঘ ১৭ মাস অতিবাহিত হলেও সরকারি কোন অনুদান পায়নি বলে জানিয়েছেন বিহার পরিচালনা কমিটি। সভা সঞ্চালনা করেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া।

পাঠকের মতামত

গদি নেই তবু সাবেক এমপি বদি!

আবদুর রহমান বদি। কক্সবাজার-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, তাও আবার ক্ষমতাসীন দলের টিকিটে। মাদক ...

মিয়ানমারে সশস্ত্র লড়াই: আরাকান আর্মির কাছে গুরুত্বহীন রোহিঙ্গারা

মিয়ানমারে জান্তা বাহিনীর নির্যাতনের অবসান ঘটিয়ে নিজেদের জাতিসত্তার স্বীকৃতি আদায় এবং রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ...