
ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার সদর ও মহেশখালী উপজেলার(ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিবকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় গ্রেফতার করা হয়েছে।৩১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর কার্যালয়ের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়,সাতকানিয়ারে লোহাগাড়ার চারাম্বার বাসিন্দা কক্সবাজার সদর ও মহেশখালী উপজেলার(ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিবের যোগসাজসেে উখিয়ায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন ভুয়া প্রকল্পের বিপরীতে টাকা আত্মসাৎ করেন।
দুদকের তদন্তে সরকারি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চট্রগ্রাম সমন্বিত কার্যালয়ের (দুদক) সহকারী পরিচালক বাদী হয়ে মামলা দায়ের করেন।
দুর্নীতি দমন কার্যালয়ের সহকারী পরিচালক (তদন্ত কর্মকর্তা) বলেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিবকে কক্সবাজার শহর থেকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার দুদক আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, দুর্নীতি দমন কমিশনের চট্রগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বাদী হয়ে বিগত ২০১৫ সালে এসব মামলা করেন।
সুত্র:কক্সবাংলা
পাঠকের মতামত