প্রকাশিত: ২৯/১১/২০১৬ ৭:২৭ এএম , আপডেট: ২৯/১১/২০১৬ ৭:২৮ এএম

কনক বড়ুয়া,,,উখিয়া
কক্সবাজার জেলার উখিয়া থানাস্থ মরিচ্যা গ্রামের এবং নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোজ কুমার বড়ুয়ার পিতা প্রয়াত বাবু বিধূ ভূষন বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া, প্রয়াত মাতা তিলোত্তম বড়ুয়া ও প্রয়াত বড় ভাই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু সুমল কুমার বড়ুয়ার পারলৌকিক সুগতি কামনায় অষ্টপরিস্কার সহ সংঘদান ও স্বজন সম্মীলন অনুষ্ঠান ২৮ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত বাবু বিধূ ভূষন বড়ুয়ার নিজ বাস ভবনে প্রয়াতের উদ্দেশ্য আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উখিয়া সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরি সভাপতি ভদন্ত এস. ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে ধর্ম দেশনা দেন  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অান্তর্জাতিক সচিব ও রাংকুট বনাশ্রম মহাতীর্থ মহাবিহারের বর্তমান পরিচালক ভদন্ত কে.শ্রী জ্যোতিসেন থের মহোদয়। এসময় অারো অাসন অলংকিত করেন  পশ্চিম মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের, শ্রদ্ধাংকুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ মহাথের সহ শুভানন্দ মহাথের, জ্যোতি লংকার থের, কর্মেশ্বর ভিক্ষু, জ্যোতি কল্যাণ ভিক্ষু, জ্যোতি মঙ্গল ভিক্ষু সহ অারো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ।

পাঠকের মতামত

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...