প্রকাশিত: ৩১/০৮/২০১৮ ৩:২৪ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া::
ব্যবসায়ীরা বাড়ি ফেরার পথে উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের গোরাইয়ারদ্বীপ এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ীরা। ফলে ব্যবসায়ীসহ এলাকাবাসি বাড়ি ফিরতে ভয় পাচ্ছে। সরেজমিনে এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, রেজু খাল ও পাহাড় বেষ্টিত গোরাইয়ারদ্বীপ এলাকার মানুষেরা মরিচ্যা বাজার,উখিয়া সদর, কোটবাজার, সোনারপাড়া বাজার ও কক্সবাজারে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন থেকে।গোরাইয়ারদ্বীপ এলাকার হাজি নুরুল হকের ছেলে সাইফ উদ্দিন ব্যবসায়ীক ও বিদেশ থেকে তার বড় ভায়ের পাঠানো টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। একই এলাকার ফরিদ আলমের ছেলে জাহাঙ্গির ও মুফিজসহ আরো দুই জন ছিনতাইকারী টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গিরকে হাতে নাতে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এ সময় টাকা নিয়ে মুফিজ ও তার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মধ্যযুগীয় কায়দায় জাহাঙ্গিরকে নির্যাতনের কথা উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে বলে সাইফ উদ্দিন জানান। এই ঘটনায় সাইফ উদ্দিন আদালতে মামলা দায়ের করেছেন। জানা গেছে, গত ২৬ আগস্ট সাইফ উদ্দিন ব্যবসায়ীক ও বিদেশ থেকে তার বড় ভায়ের পাঠানো ৯০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে গোরাইয়ারদ্বীপ স্কুলের সামনে ছিনতাইকারীর আক্রমণের শিকার হন। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। মোজাফ্ফর সিকদার জানান, ছিনতাইয়ের ঘটনায় এখন অনেকে মরিচ্যা বাজার থেকে বাড়ি ফিরতেও ভয় পাচ্ছে। এখানকার এলাকার শান্তি ও সুনাম ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে বৈঠক করে প্রশাসনের সহযোগীতায় ছিনতাই বন্ধের জোর দাবী জানান তিনি। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের জানান, ছিনতাইয়ের ঘটনা সঠিক কিনা তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত