নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭/০১/২০২৫ ৭:১৫ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের মতো কক্সবাজারের উখিয়া কলেজে তারুণ্যের উৎসব ‘বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন এর পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উখিয়া কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী খেলাধুলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অত্র কলেজের এডহক কমিটির বিদ্যেৎসাহী সদস্য প্রফেসর ড. মোকতার আহমেদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে৷ বিশেষ করে উখিয়া টেকনাফ মাদক তকমা এলাকা হওয়ায়, মাদক থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে৷

উখিয়া কলেজের অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম, সিনিয়র সাংবাদিক এডভোকেট তোফায়েল আহমেদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি তৌহিদুল আলম তহিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আকবর, সবুজ শাহরিয়ার মোহাম্মদ এনাম, মোহাম্মদ আলী, আব্দু জলিল, নবী হোসেন, ড. গিয়াসউদ্দিন, নুরুল হক, আমানত উল্লাহ, শাহাবুদ্দিন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ শাকিব,আরফাত চৌধুরী, জালাল উদ্দীনসহ, আলতাফ হোসেন ৷

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান বৃদ্ধি পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বুদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ে জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান৷

বক্তারা আরও বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে এই ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণ করা বিভিন্ন খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার লাভ করা ৫০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷ এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুটি ...

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, তথ্য উপদেষ্টার মধ্যরাতের ঘোষণা

মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি (উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা স্থগিত করা হয়েছে। মধ্যরাতে এ ...

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ যাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে। এ পদে সরকারি কর্মকর্তাদের যুক্ত করার ...