উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২২/১২/২০২৩ ৭:১৯ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি করে মোহাম্মদ আইয়ুব নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে অজ্ঞাতনামা ১০/১২ জনের একদল দুর্বৃত্তদের করা গুলিতে এ যুবক নিহত হন।

নিহত আইয়ুব উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের মোহাম্মদ সাদিকের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে মোহাম্মদ আইয়ুবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন।

এসময় অজ্ঞাতনামা ১০/১২ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে। এতে তিনি লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় আরও দুই রোহিঙ্গা আহত হলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে ভোরে এক রোহিঙ্গা নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা করা হয়

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...