
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উখিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো.আ. আব্দুল মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এই পরিদর্শনকালে সাথে ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ।
পরিদর্শনকালে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব পালনের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এসময় নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ওসি নুর আহমদ সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত