ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/১০/২০২৩ ৭:৩৫ এএম

উখিয়ায় কর্মরত দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জসিম আজাদকে অপহরের পর মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে র্যািব ১৫ এর সদস্যরা।

গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে র্যানব ১৫ এর সরকারি পুলিশ সুপার হাফিজের নেতৃত্বে একটি চৌকস টিম উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করে।
এর আগে রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
অপহরণের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক শফিক আজাদ জানান উখিয়া সদরে অবস্থিত অনলাইন প্রেস ক্লাবে সহকর্মীর জন্মদিনে কেক কাটা উৎসবে অংশগ্রহণ করেন জসিম আজাদ । অনুষ্ঠান শেষে মোটর সাইকেল যোগে কোট বাজার ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা ।

এদিকে অপহরণের বিষয়টি জানাজানি হলে উখিয়া থানা পুলিশ ও র্যাপব ১৫ সদস্যরা সাংবাদিক জসিম আজাদ কে উদ্ধারে অভিযান শুরু করে।
র্যা ব ১৫ সহকারী পুলিশ সুপার হাফিজ জানান উদ্ধার অভিযান শুরু করলে দুর্বৃত্তরা সাংবাদিক জসিম আজাদকে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়। তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল এমন দাবি সহকর্মীদের। তার শরীরে মারাত্মক জখম রয়েছে। সহকর্মীরা জানান উদ্ধারের সময় সেলিম নামের এক সন্ত্রাসীকে তিনি চিনতে পেরেছে বলে জানান।
মুমূর্ষ অবস্থায় উদ্ধার উখিয়া অন লাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ কে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...