উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/১২/২০২২ ৯:৫৪ এএম

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

মৃত শিশুরা হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ ব্লকের বাসিন্দা ইলিয়াছের ছেলে রাইয়ান (৮) ও ইসমাইলের ছেলে আবছার মিয়া (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে স্থানীয়রা সড়কের পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে বিজিবির মাধ্যমে উখিয়া থানা পুলিশে খবর দেয়া হয়েছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের উপপরিদর্শক আল আমিন ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...