ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১০/২০২৩ ৭:০৮ এএম

উখিয়ায় গলায় ফাঁস লাগানো এক ছালেহা বেগম (১৭) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

বুধবার(২৫ অক্টোবর) দুপুরে পালংখালী ইউনিয়নের থাইংখালীর তেলখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই এখলাছ কবিরের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সবার অগোচরে সকালে ছালেহা নিজ ঘরের কাঠের সঙ্গে কাপড় পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরে প্রবেশ করে ছালেহাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তার মা। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান,” প্রাথমিকভাবে ধারণা করছি তরুণী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পাঠকের মতামত

এমএসএফের প্রতিবেদন৮৪% রোহিঙ্গার আশঙ্কা—মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

ডক্টরস উইদাউট বর্ডারস/মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস (এমএসএফ)-এর নতুন একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, মিয়ানমারে চরম সহিংসতার ...