উঠানে ৩৪ ঘণ্টা বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৮ সন্তান
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সালিসে ব্যস্ত ৮ সন্তান। ...

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে লম্বাশিয়া রোডে থেকে ৭হাজার টাকার জাল নোটসহ এক রোহিঙ্গা ও এক স্থানীয়কে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১০ টার দিকে কুতুপালং বাজারে লম্বাশিয়া রোডে সিরাজ স্টোরে জাল নোটসহ তাদেরকে স্থানীয়রা ধৃত করে।
তবে আটকৃতদের নাম জানা না গেলেও এদের একজন রোহিঙ্গা যুবক আর অপরজন পাওয়া কক্সবাজার সদরের ঝিলংজার জেলগেটের বাসিন্দা।
কুতুপালং ইউনিয়নের মেম্বার হেলালউদ্দিন জানান,আটকৃতদের উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আলীকে জানিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত