উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ৩:৫৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০২৩ ৩:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়ার তেলখোলা বটতলী এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসী ‘রাসেল বাহিনী’র প্রধান শেখ রাসেল ও তার ছয় সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে তেলখোলা বটতলী থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটটি দেশীয় তৈরি অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কর হয়।

আটককৃতরা হলেন- শেখ রাসেল, মোহাম্মদ ছলিম, নুরুল আমিন, কায়সার উদ্দিন, ছাদেক, সাহাব উদ্দিন ও নুরুল হাকিম। তারা সবাই উখিয়ার পালংখালী ও টেকনাফের রঙ্গিখালী এলাকার বাসিন্দা।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় কিছু জনপ্রতিনিধিদের প্রশ্রয়ে রাসেল বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতি, খুন, গুম, দখলবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। তদন্তে এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অভিযানের সময় রাসেল বাহিনীর আরও তিন সহযোগী পালিয়ে যান। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে। রাসেলের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে ৩/৫টি করে মামলা রয়েছে। বিভিন্ন সময় এই বাহিনীর হাতে পুলিশ, বিজিবি ও ফরেস্ট গার্ডরা হামলার শিকার হয়েছে

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...