শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...
নিজস্ব প্রতিবেদক : ঈদের দিন ঢাকা ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহ্ওায়া অফিস। আর সিলেট, ময়মনসিংহসহ রংপুরের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় বাড়তে পারে তাপমাত্রা।
প্রচন্ড গরম আর বৃষ্টিতে অতিষ্ঠ দেশের মানুষ। কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া, এ নিয়ে জনমনে আছে কৌতুহল। আবহাওয়াবিদ আবুল কালাম মলিক জানালেন, ঈদের দিন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, নাগরিক জীবনে তেমন একটা প্রভাব পড়বে না।
তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়তে পারে। এ কারণে মানুষের কিছুটা ভোগান্তি হবে।
এদিকে, সিলেট, ময়মনসিংহসহ রংপুর অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এছাড়া সমুদ্র্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
পাঠকের মতামত