প্রকাশিত: ২২/০৫/২০১৮ ৭:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৬ এএম

ডেস্ক রিপোর্ট : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার এনামুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও একশ’ গ্রাম  হেরোইন উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে যশোর শহরের ঘোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

যশোর কোতয়ালী থানার ওসি একেএম আজমল হুদা জানান, ইউপি চেয়ারম্যান ও  মাদক ব্যাবসায়ী রবিউল এবং তার সহযোগী একই ইউনিয়নের মেম্বার এনামুল মোল্লা যশোরের এক নারীর কাছ থেকে ইয়াবা ও হেরোইনগুলো সংগ্রহ করে। পরে সেগুলো বিক্রির জন্য তারা নিজ এলাকা মাগুরার মহম্মদপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার অগেই গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ শহরের ঘোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তবে ওই নারী মাদকব্যবসায়ী পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে মাদক মামলায় রবিউল ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, মাগুরার বিভিন্ন থানায় রবিউলের বিরুদ্ধে জুয়া, মাদকসহ ৫ টি মামলা রয়েছে।

পাঠকের মতামত